নিষিদ্ধ অ্যানাবোলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড গ্রহণে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান টেনিস খেলোয়াড় স্টেফানো ব্যাটাগ্লিনো। ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতামূলক কোনো আসরে অংশ নিতে পারবেন না। এটিপিতে ক্যারিয়ারসেরা ৭৬০ র্যাঙ্কিং পর্যন্ত উঠেছিলেন তিনি।
মরক্কোর এম১৫ খেলার সময় ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর পজিটিভ হয়েছিলেন ব্যাটাগ্লিনো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিষিদ্ধ হওয়ার পর রায়ের বিরুদ্ধে আবেদন করেছিলেন। ২০২৩ সালের অক্টোবরে নিজের স্বপক্ষে কোনো তথ্য উত্থাপন করতে পারেননি। পরে তার নিষেধাজ্ঞা রেখে দেয় ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি।
সম্প্রতি সাক্ষাতকারে ব্যাটাগ্লিনো জানিয়েছেন, টেনিসের এক নাম্বার তারকার জান্নিক সিনারের সাথে তার ঘটনার মিল রয়েছে। তবে ভিন্ন আচরণ হলেও সিনারের জন্য শুভ কামনা জানাচ্ছেন, আর নিজের জন্য হতাশ তিনি।
‘ড্রাগটি একই ছিল, তবে একজনের কিছুই হল না, আমি চার বছর নিষিদ্ধ হলাম। আমি সিনারের জন্য খুশি এবং বিশ্বে সাফল্যের জন্য শুভ কামনা, কিন্তু আমার জন্য, খুবই হতাশ, অনেক বেশি।’
‘প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ফেব্রুয়ারির পর নিজের জীবনযাপন পরিবর্তন করেছিলাম। আমার পারিবারিক ব্যবসার কাজ শুরু করেছিলাম এবং নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। আমি যদি টেনিস কোচ হতাম, আমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যেত।’








