এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন কমান্ডারকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েল।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার ৩১ জুলাই লেবাননের ইরান-পন্থি এই সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি দাহিয়েহ শহরে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহর।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবী জানিয়েছে, হামলায় ফুয়াদ শুকর নামে এক ঊর্ধ্বতন কমান্ডারকে বিমান হামলায় হত্যা করা হয়েছে। তিনি গত শনিবার ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জন্য দায়ী ছিলেন। ওই হামলায় ১২ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। যদিও হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হারেত হ্যারিকে হিজবুল্লাহর সুরা কাউন্সিলকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের দায় তাকেই নিতে হবে।
বৈরুতে বিমান হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট বলেছেন, আমরা দেখিয়েছি যে আমাদের জনগণের রক্তের মূল্য আছে এবং কোনো জায়গা আমাদের বাহিনীর নাগালের বাইরে নেই।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি হামলার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধ এড়ানো যেতে পারে।








