এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের প্রতিবাদে এবং গণহত্যা-বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে স্পেন। দেশটিকে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউক্রেনে অভিযানের পর রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার উদাহরণ টেনেছেন তিনি।
সানচেজ প্রশ্ন তুলেছেন, ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে কেন বহিষ্কার করা হল? আর গাজা আক্রমণের পর কেন ইসরায়েলকে বহিষ্কার করা হবে না? বর্বরতা শেষ না হওয়া পর্যন্ত রাশিয়া বা ইসরায়েল- কেউই কোন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
সোমবার নিজের সমাজতান্ত্রিক দলের উদ্দেশে ভাষণের সময় সানচেজ বলেছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক কোন অঙ্গন ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি ধোয়া-মোছা চালিয়ে যেতে পারে না। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযান শুরু করার পর রাশিয়ার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল, ইসরায়েলের সঙ্গেও একই আচরণ করা উচিত।’
তার বক্তব্যের একদিন আগে মাদ্রিদে ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষপর্বে ইসরায়েলি দল ইসরায়েল-প্রিমিয়ার টেকের অংশগ্রহণের প্রতিবাদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেছিল। এসময় পুলিশি অভিযানে সংঘর্ষে ২২ জন আহত হন, দুজনকে আটক করা হয়।
গত সপ্তাহে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া একই আহ্বান জানিয়েছিলেন, ২০২২ সালে রাশিয়ার দলগুলোর উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করা উচিত। তিনি এটিকে ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।








