প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির রেশ কাটতে না কাটতেই সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা দখলে নিয়েছে ইসরাইল। ইসরায়েলি প্রধানমন্ত্রী ‘বাফার জোন’ দখলে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই সেনারা ওই এলাকা নিয়ন্ত্রণে নেয়। সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহীদের সাথে জাতিসংঘ প্রতিনিধিদের সংলাপের আহ্বান জানিয়েছে রাশিয়া।







