এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকের মূলপর্ব শুরুর আগে ফুটবল ইভেন্ট গড়িয়েছে। ইসরায়েলের ম্যাচে বিক্ষোভ প্রদর্শন করেছেন ফিলিস্তিনিরা। মালির বিপক্ষে ইসরায়েলের ম্যাচে বিক্ষোভ দেখান তারা।
পার্ক ডে প্রিন্সেসে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। বিক্ষোভকারীরা সেসময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। ইসরায়েলের জাতীয় সংগীতের সময় বিক্ষোভকারীরা দুয়োধ্বনি দিতে থাকেন। বেশ কড়া নিরাপত্তায় ম্যাচ চালিয়ে নেয় আয়োজক কর্তৃপক্ষ।
এ সপ্তাহের প্রথমদিকে প্যালেস্টাইন অলিম্পিক বডি ইসরায়েলকে বাদ দেয়ার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে আবেদন জানিয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের প্রস্তাবে কান দেয়নি।
শুক্রবার সিন নদীর তীরে প্যারিস অলিম্পিকের উদ্বোধন হবে। ১৯ দিনে ৩১৯ স্বর্ণ পদকের জন্য প্রতিযোগিতা চলবে ১১ আগস্ট পর্যন্ত।








