এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলছে আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিতে ইসরায়েলি দলকে ইন্দোনেশিয়ায় আসার ভিসা দেয়া হয়নি। এ কারণে চটেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)। আইওসি বিশ্বব্যাপী ক্রীড়া ফেডারেশনগুলোকে ইন্দোনেশিয়ায় কোন ক্রীড়া ইভেন্ট আয়োজন না করার আহ্বান জানিয়েছে।
বুধবার আইওসির নির্বাহী বোর্ড বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্ব ক্রীড়া সংস্থাগুলোকে ইন্দোনেশিয়ায় ইভেন্ট আয়োজন বন্ধ করার সুপারিশ করেছে। অন্যদিকে, আয়োজক দেশটি জানিয়েছে যে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এমাসের শুরুতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটির জিমন্যাস্টদের ভিসা প্রত্যাখ্যান করেছিল। রোববার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি ইসরায়েল।
ইন্দোনেশিয়া ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আইওসির সিদ্ধান্তের কারণে ১১ বছর পর অলিম্পিক আয়োজনের সম্ভাবনা কমে গেল তাদের।
আইওসির বিবৃতির পর ইন্দোনেশিয়ার ক্রীড়ামন্ত্রী এরিক থোহির বলেছেন, ‘আমরা সিদ্ধান্তের পরিণতি বুঝি। এ পদক্ষেপ জনশৃঙ্খলা বজায় রাখার জন্যই নেয়া হয়েছে। আমরা প্রতিটি আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং জনস্বার্থ বজায় রাখার নীতি মেনে চলি।’








