এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সম্প্রতি একের পর এক তোপে পড়ছে ইসরায়েল ফুটবল ও সমর্থকরা। ইতালি ও নরওয়ের মাঠে স্বাগতিক দর্শকদের তোপের মুখে পড়ে ইসরায়েল সমর্থকগোষ্ঠী। ইসরায়েলের ক্লাব মাক্কাবি তেল আবিব সমর্থকদের ইউরোপা লিগে এবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ভিলা পার্ক স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা এসেছে। ক্লাবটির স্টেডিয়ামে ঢুকতে না দেয়া ভুল সিদ্ধান্ত বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
ফুটবলের বাইরেও বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে গাজায় আগ্রাসন চালানো দেশটির সমর্থকদের ভিসার উপর নিষেধাজ্ঞা এসেছে। আয়োজক দেশ ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অ্যাস্টন ভিলার ৬ নভেম্বরের হোম ম্যাচে অ্যাওয়ে সমর্থকরা মাঠে উপস্থিত থাকতে পারবে না। যদিও সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি) অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, ম্যাচটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হওয়ায় কোন সফরকারী দলের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটির সমালোচনা করেছেন, ‘আমরা ইংল্যান্ডের রাস্তায় ইহুদি বিদ্বেষ সহ্য করব না। পুলিশের ভূমিকা এমন হওয়া উচিত সমস্ত ফুটবল সমর্থক হিংসা-বিদ্বেষ ও ভয়ভীতি ছাড়াই যাতে সবাই খেলাটি উপভোগ করতে পারে।’
কনজার্ভেটিভ পার্টির নেতা কেমি বাদেনোচ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্টারমারের নিশ্চিত করতে হবে ইহুদি সমর্থকরা দেশের যেকোনো ফুটবল স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে।’








