ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ এ তথ্য জানিয়েছে।
এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
তাদের দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপনাস্ত্র তারা ভূপাতিত করেছে। ওদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এ হামলা চালিয়েছে।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল।
তখন বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।
এর আগে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি নিয়ন্ত্রিত দুটি বন্দর লক্ষ্য করে শুক্রবার (১৬ মে) ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হুতি বিদ্রোহীদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযান চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এই অভিযানে মোট ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হোদেইদা ও সালিফ বন্দরে প্রায় ৩৫টি বোমা নিক্ষেপ করে। হামলায় বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। অভিযানে বিমান রিফুয়েলার ও নজরদারি বিমানও অংশ নেয়।








