শুক্রবার থেকে টিভি পর্দায় ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’
পঞ্চমবারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পঞ্চমবারের মতো শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।
‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেবার প্রত্যয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’ পঞ্চমবারের মত এ প্রতিযোগিতার আয়োজন করে। সারা বাংলাদেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করে প্রতিযোগীদের চূড়ান্ত করা হয়।
তাদের নিয়েই এবার সম্প্রচারে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর ৫ম সিজন। জানানো হয়, ‘আরও একবার ভরপুর জেগে উঠুন বাংলায়, সারাদেশ থেকে আসা লক্ষাধিক তুখোড় প্রতিযোগীদের সাথে।’
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার (৯ জুন) থেকে সম্প্রচারে আসছে অনুষ্ঠানটি। সপ্তাহে শুক্রবার ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে দর্শক চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি দেখতে পারবেন।

প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।
বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।