কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে হামলা চালিয়ে তার পিএসের কক্ষ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এসময় তার পিএস আইয়ুব আলীকে হেনস্থা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নেতৃত্বে এক দল বহিরাগত যুবক হামলা চালিয়ে কক্ষ ভাঙচুর করে ও ফাইল পত্র ছুড়ে ফেলে বলে জানা গেছে।
ভিসি বলেন, দুঃখজনক ঘটনা। তারা আমার কার্যালয়ে হামলা করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








