চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইবি’তে ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন: সেই রাতে কী ঘটেছিল

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও নির্যাতনের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ দুপুরে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে গত ১২ ফেব্রুয়ারি রাত ১১টার সময় গণরুমে ডেকে নিয়ে রাতভর নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারনের অভিযোগ ওঠে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরি অন্তরার বিরুদ্ধে।

রাতভর ওই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালিগালাজ, ময়লা জিনিসপত্র জিহ্বা দিয়ে চাটানোসহ অমানবিক নির্যাতন করে ওই ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগিরা। এমনকি এ কথা বাইরের কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন ওই ছাত্রলীগ নেত্রী।

এ ঘটনায় নিরাপত্তা ও নির্যাতনকারীদের শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও জড়িতদের শাস্তির দাবি জানাই।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া মাহমুদ মীম বলেন, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ভীত ও নিরাপত্তাহীতায় ভুগছে। আমরা চাই প্রশাসন দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, দুপুরের খবরে হাইকোর্টের বিষয়টা জেনেছি। হাইকোর্ট থেকে আমাদের কাছে একটা নির্দেশনা আসবে। আমি ইতোমধ্যে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি জানিয়েছি। আশা করছি আগামী রোববারের মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা অসবে। এরপর লিখিতভাবে অফিসিয়ালি হল কর্তৃপক্ষকে অভিযুক্ত ছাত্রীদের ক্যাম্পাস ছাড়ার বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সিকিউরিটি অফিসকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।