ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিনকে আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
সোমবার ৩ জুন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান মনোনীত হয়েছেন। এছাড়াও সদস্য হিসেবে ২৭ জনকে মনোনীত করা হয়েছে।
এবিষয়ে নবনির্বাচিত সদস্যসচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সমর্থ্য হবো।
আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, বঙ্গবন্ধু পরিষদে আগে দুটি ভাগ ছিলো আমরা কেন্দ্রের সাথে কথা বলে এটাকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছি। তিনমাসের মধ্যে আমরা পূর্নাঙ্গ কমিটি প্রদান করবো। বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাবো। সেইসাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।







