চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্পোর্টস
  • বিনোদন
  • রাজনীতি
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • জনপদ
  • মাল্টিমিডিয়া
  • কর্পোরেট
  • ভিডিও নিউজ
  • আরও
    • প্রকৃতি ও জীবন
    • কৃষি
    • পরিবেশ
    • প্রবাস সংবাদ
    • আনন্দ আলো
    • আইস্ক্রিন
    • তথ্যপ্রযুক্তি
    • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা অস্বীকার ইরানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আটক বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা অস্বীকার ইরানের। ছবি: সংগৃহীত

আটক বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা অস্বীকার ইরানের। ছবি: সংগৃহীত

ইরানের বিচার বিভাগ দেশটির চলমান বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। নরওয়ে-ভিত্তিক কুর্দিশ মানবাধিকার সংস্থা হেনগাও দাবি করেছিল, ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হেনগাও জানায়, চলতি সপ্তাহের শুরুতে সোলতানির পরিবারকে জানানো হয়েছিল যে তাকে আটক করার কয়েক দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরে বুধবার সংস্থাটি জানায়, সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। তবে তার জীবন নিয়ে এখনও গুরুতর ও চলমান উদ্বেগ রয়েছে বলে সতর্ক করেছে তারা।

Mir Ceramic

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি সুসংবাদ। আশা করি, এটি অব্যাহত থাকবে। এর আগে তিনি ইরানকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য সতর্ক করেছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বিচার বিভাগ সোলতানির বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশ’ এবং ‘রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে। তবে বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগ মৃত্যুদণ্ডযোগ্য নয়। তারা বিদেশি কিছু গণমাধ্যমে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের খবরকে “সম্পূর্ণ বানোয়াট” বলে দাবি করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সম্ভাব্য মার্কিন সামরিক হামলা নিয়ে জল্পনার মধ্যে, মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

Reneta

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র তাকে জানিয়েছে যে ইরানে হত্যাকাণ্ড কমছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই।

তবে হেনগাও বিবিসিকে জানিয়েছে, গ্রেপ্তারের পর সোলতানিকে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি এবং তার পরিবারও তার বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ সম্পর্কে অবগত ছিল না। সংস্থা ও পরিবারের ভাষ্য অনুযায়ী, কাপড়ের দোকানের মালিক সোলতানিকে গত বৃহস্পতিবার তেহরানের পশ্চিমে ফারদিস শহরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বিচার বিভাগ দাবি করেছে, শনিবার দাঙ্গার সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পার্শ্ববর্তী কারাজ শহরের একটি কারাগারে রাখা হয়েছে।

ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই গ্রেপ্তার হওয়া “দাঙ্গাকারীদের” দ্রুত বিচার ও শাস্তির পক্ষে মত দিয়েছেন। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “যারা রাস্তায় মানুষ হত্যা করেছে বা মানুষকে জীবন্ত পুড়িয়েছে, তাদের যত দ্রুত সম্ভব বিচার ও শাস্তি দেওয়া উচিত। তা না হলে এর প্রভাব একই রকম হবে না।”

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে তেহরানে দোকানিদের ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভের বর্তমান ঢেউ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান ওঠে।

গত বৃহস্পতিবার বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে কর্তৃপক্ষ ইন্টারনেট ও যোগাযোগ সেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং নিরাপত্তা বাহিনী কঠোর দমন-পীড়ন চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) জানিয়েছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪৩৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জন শিশু এবং নিরাপত্তা বাহিনী বা সরকারের সঙ্গে যুক্ত ১৫৩ জন ব্যক্তি নিহত হয়েছেন। একই সময়ে গ্রেপ্তার হয়েছেন অন্তত ১৮ হাজার ৪৭০ জন বিক্ষোভকারী।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানবিক্ষোভকারী এরফানমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দিনভর উত্তেজনার পর রাতে ঘোষণা এলো শুক্রবার বিপিএল ফেরার

জানুয়ারি ১৬, ২০২৬
আটক বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা অস্বীকার ইরানের। ছবি: সংগৃহীত

তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা অস্বীকার ইরানের

জানুয়ারি ১৫, ২০২৬
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতের নেতৃত্বাধীন জোটে কে কত আসন পেলো

জানুয়ারি ১৫, ২০২৬

চার ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন ক্যামেরুনের ফুটবল সভাপতি ইতো

জানুয়ারি ১৫, ২০২৬
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

জানুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT