ইরান-ইসরাইল সংঘাত পরিস্থিতির ষষ্ঠ দিনেও দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরাইলে মাঝারি পাল্লার ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ আল খামেনি হুঁশিয়ার করে বলেছেন, যুদ্ধ শুরু হলো। ইরানের পারমানবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে দাবি করে দেশটিকে নিঃশর্ত আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।







