আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসবে আইপিএলের মেগা নিলাম। এবারের বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলে ধারণা সাবেকদের। সেসব আলোচনার মাঝেই আইপিএল নিলামে নিজের ‘দাম’ জানতে চাইলেন তারকা ক্রিকেটার।
২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নজরে আসেন পান্ট। ৯ বছর পর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেননি ২৭ বর্ষী তারকা। ২০২৫ আইপিএলের মেগা নিলামে দেখা যাবে তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা মজার ছলেই একটি পোস্টে পান্ট লিখেছেন, ‘নিলামে যদি আমার নাম ওঠে, আমি কি বিক্রি হবো, হলে কত মূল্যে?’
পান্টের পারফরম্যান্স আর ফর্ম বিবেচনায় বলাই যায় তিনি দল পাবেন। এমনকি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকায় থাকবেন বলেও ধারণা রবিন উথাপ্পা-আকাশ চোপড়াদের মতো সাবেকদের।







