এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দল পেয়েও ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেক বিদেশি ক্রিকেটার আইপিএল থেকে নাম সরিয়ে নিচ্ছিলেন। টুর্নামেন্টের বিভিন্ন মৌসুমে এমন দৃশ্য দেখা গেছে। তাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপাকে পড়তে হয়েছে। দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের এভাবে নাম সরিয়ে নেয়া ঠেকাতে শাস্তির ব্যবস্থা নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নাম সরিয়ে নেয়ার মতো কাজ করলে দেয়া হবে দুই মৌসুমের নিষেধাজ্ঞা।
২০২৪-২৫ মৌসুমের জন্য আইপিএল গভর্নিং কাউন্সিল কর্তৃক প্রকাশিত প্লেয়ার রেগুলেশনে বিষয়টি জানানো হয়েছে। মেগা নিলামে নিবন্ধন করার কথাও জানানো হয়েছে।
বিদেশি খেলোয়াড়দের মেগা নিলামের চেয়ে মিনি নিলামে বেশি অংশ নিতে দেখা গেছে। নতুন নিয়ম অনুযাী সকল বিদেশি খেলোয়াড়কে মেগা নিলামে নিবন্ধন করতে হবে। কোনো বিদেশি খেলোয়াড় যদি নিবন্ধন না করেন, তাহলে পরবর্তী বছরের নিলামে নিবন্ধন করতে অযোগ্য বিবেচিত হবেন।
আর কোনো বিদেশি খেলোয়াড়কে নিলামে কোনো দল কেনার পর যদি মৌসুম শুরুর আগে নিজেকে সরিয়ে নেন, তাহলে পরবর্তী দুই মৌসুমে নিলাম এবং টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়া হবে।
রেগুলেশনে আরও বলা হয়েছে, কোনো ভারতীয় খেলোয়াড় যদি মৌসুমের আগের পাঁচ ক্যালেন্ডার বছরে জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটেই শুরুর একাদশে না খেলেন, তাহলে তিনি আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচ্য হবেন।







