ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড গড়েছেন এ ডানহাতি ব্যাটার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক দিনেশ কার্তিকের সঙ্গী হয়েছেন রোহিত। তারা দুজন ১৭ বার করে শূন্য রানে আউট হয়েছেন। ১৫ বার করে শূন্য রানে সাজঘরে ফেরার রেকর্ড আছে গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং এবং সুনীল নারিনের।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার মুম্বাইয়ের ইনিংসের প্রথম ওভারে রাজস্থানের পেসার ট্রেন্ট বোল্টের পঞ্চম বলে উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের দারুণ ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৫ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে টেবিলের শীর্ষে ওঠে রাজস্থান।








