গত সোমবার আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে যায় গুজরাট টাইটান্সের। আসরে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও বৃষ্টির মুখোমুখি শুভমন গিলের দল। হায়দরাবাদে বৃষ্টির হানায় গড়ায়নি টসও। টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আক্ষেপ নিয়ে আসর শেষ করেছে দলটি। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ।
বৃহস্পতিবার বৃষ্টির হানায় দীর্ঘ অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে হায়দরাবাদের। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কলকাতা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান রয়্যালস। হায়দরাবাদ ও রাজস্থান দুদলেরই সুযোগ রয়েছে কোয়ালিফায়ারে কলকাতার মুখোমুখি হওয়ার।
১৯ তারিখ বিকেলের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয় পেলে কোয়ালিফায়ার খেলার দৌড়ে কিছুটা এগিয়ে থাকবে হায়দরাবাদ। তবে রাতে কলকাতা ও রাজস্থানের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে দলটির। ম্যাচে রাজস্থান কলকাতার কাছে হারলে কোয়ালিফায়ার খেলবে হায়দরাবাদ।
অন্যদিকে ১৪ ম্যাচে দুটিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে গুজরাটকে। ৫ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে তারা। গুজরাটের আগে বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। সবার আগে লিগপর্ব শেষ করা দিল্লি ক্যাপিটালস কাগজে-কলমে প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও বিদায় প্রায় নিশ্চিত তাদেরও! একটি করে ম্যাচ বাকি থাকলেও প্লে-অফে খেলার সম্ভাবনা ক্ষীণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।








