এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্যাটিং লাইনআপটা দুর্দান্ত ছিল রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্লে-অফে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে ইনিংস লম্বা করতে পারেননি কোহলিদের কেউ। রবিচন্দ্রন অশ্বিন ও আবেশ খানদের দাপুটে বোলিংয়ে বেঙ্গালুরুকে ১৭২ রানে থামিয়েছে সাঞ্জু স্যামসনের দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটে পাঠায় রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৭২ রানে থামে বেঙ্গালুরু।
ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ না হলেও ধারাবাহিকভাবে উইকেট হারায় বেঙ্গালুরু। দলে সর্বোচ্চ রান করেন রজত পতিদার। ২২ বলে ৩৪ রান করেন এই ব্যাটার। বিরাট কোহলি করেন ২৪ বলে ৩৩ রান।
এছাড়া মহিপাল লৌমরর ১৭ বলে ৩২ রান, ক্যামেরুন গ্রিন ২১ বলে ২৭ রান এবং ফ্যাফ ডু প্লেসিস ১৪ বলে ১৭ রান করেন।
রাজস্থানের হয়ে আবেশ খান তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেট নেন।








