রিশভ পান্টের অপ্রতিরোধ্য ইনিংসে দুইশতাধিক রানের সংগ্রহ গড়েছিল দিল্লি ক্যাপিটালস। রানতাড়ায় নেমে লড়াই করেছে গুজরাট টাইটান্স। তবে পারেনি লক্ষ্যে পৌঁছাতে। ৪ রানের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে শুভমন গিলের দলকে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় গুজরাট। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২২৪ রানের সংগ্রহ গড়ে দিল্লি। জবাবে নেমে ৮ উইকেটে ২২০ রানে থামে গুজরাট। জয়ে গুজরাটকে ঠেলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠেছে দিল্লি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে সাতে নেমেছে গুজরাট।
দিল্লির ব্যাটারদের মধ্যে দুর্দান্ত করেছেন রিশভ পান্ট ও অক্ষর প্যাটেল। ৫টি চার ও ৪টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন প্যাটেল। পাঁচটি চার ও ৮ ছক্কায় ৪৩ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন পান্ট। শেষের দিকে ৭ বলে ২৬ রান করেন ত্রিস্টান স্টাভস। তার ক্যামিওতে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার।
গুজরাটের সন্দীপ ওয়ারিয়র তিনটি এবং নুর আহমেদ একটি উইকেট নেন।
রানতাড়ায় নেমে দারুণ করেছেন সাই সুদর্শন ও ডেভিড মিলার। সাতটি চার ও দুই ছক্কায় ৩৯ বলে ৬৫ রান করেন সুদর্শন। ২৩ বলে ৫৫ রান করেন মিলার। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও ৬টি চারের মার। এছাড়া ২৫ বলে ৩৯ রান করেন ঋদ্ধিমান সাহা।
দিল্লির হয়ে রাসিখ সালাম তিনটি এবং কুলদীপ যাদব দুটি উইকেট নেন।








