চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাভিনের দাপুটে বোলিংয়ের পরও মুম্বাইয়ের সংগ্রহ ১৮২

KSRM

আইপিএলের এবারের আসরে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে উড়ন্ত শুরু পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। লক্ষ্ণৌ পেসার নাভিন-উল-হক অবশ্য ভুগিয়েছেন মুম্বাইকে। তুলে নিয়েছেন ৪ উইকেট। তবুও লড়াই করার সংগ্রহ পেয়েছে রোহিত শর্মার দল। কোয়ালিফায়ার খেলতে লক্ষ্ণৌকে স্পর্শ করতে হবে মুম্বাইয়ের দেয়া ১৮৩ রানের লক্ষ্য।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান।

Bkash July

আগে ব্যাটে নেমে শুরুটা ঝড়ো হয় মুম্বাইয়ের। ৩০ ও ৩৮ রানে হারায় দুই উইকেট। ৩.২ ওভারে নাভিনের শিকার হন রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করেন মুম্বাই অধিনায়ক। পরের ওভারেই ফেরেন ঈশান কিষাণ, ১২ বলে ১৫ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদব ও ক্যামেরুন গ্রিন সংগ্রহ করেন ৬৬ রান। ১০.৪ ওভারে দলীয় ১০৪ রানে ২০ বলে ৩৩ রান করা সূর্যকুমারকে ফেরান নাভিন। একই ওভারে নাভিন ফেরান ২৩ বলে ৪১ রান করা ক্যামেরুন গ্রিনকে।

Reneta June

১৬.৩ ওভারে ১৪৮ রানে ফেরেন টিম ডেভিড। ১৩ বলে ১৩ রান করে। ১৭.৩ ওভারে নিজের চতুর্থ শিকারের দেখা পান নাভিন। ২২ বলে ২৬ রান করা তিলক ভার্মাকে ফেরান দলীয় ১৫৯ রানে। পরের ওভারে ফেরেন ক্রিস জর্ডান ৭ বলে ৪ রান করে।

এরপর ঋত্বিককে নিয়ে নির্ধারিত ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ ১৮২ রানে পৌঁছান নেহাল ওয়াধেরা। শেষ বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৩ রান করেন নেহাল।

লক্ষ্ণৌর হয়ে ৪টি উইকেট নেন নাভিন। যশ ঠাকুর নেন ৩টি। একটি উইকেট নেন মহসিন খান।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View