ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ১০ দল নিয়ে ১২টি ভেন্যুতে আয়োজিত হবে এবারের আসর। ৩১ মার্চ থেকে শুরু হয়ে ৫৮দিন পর ২৮ মে ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।
৩১ মার্চ আহমেদাবাদে জমকালো আয়োজন দিয়ে উদ্বোধন করা হবে আসরের। রাত আটটায় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে খেলা মাঠে গড়াবে। ২১ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাটের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব।
৫টি করে মোট দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপের থাকা দলগুলো অন্য গ্রুপের দলগুলোর মুখোমুখি হবে দুইবার করে। আর নিজ গ্রুপে থাকা দলগুলোর বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। গ্রুপ পর্বে সব মিলিয়ে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ।
দেখে নেয়া যাক কোন গ্রুপে কারা
গ্রুপ এ : মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গ্রুপ বি : গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও সানরাইজ হায়দরাবাদ ।







