
আইপিএলের ১৬তম আসরে শিরোপার লড়াইয়ে নামবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল ঘিরে বর্ণিল সাজে সেজেছে আহমেদাবাদ। জমকালো আয়োজনে শুরু হয় সমাপনী পর্ব। তার মাঝেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। এতে দেরি হচ্ছে টসেই।
বিশ্বের অন্যতম ব্যয়বহুল টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। বাংলাদেশ সময় ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে পেরিয়ে গেছে টসের নির্ধারিত সময়। বৃষ্টি শেষে মাঠ খেলার উপযুক্ত হলে গড়াবে ম্যাচ।
বৃষ্টির কারণে রোববার খেলা না হলে সোমবারের রিজার্ভ ডে’তে লড়বে ধোনি-পান্ডিয়ার দল। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসে আগে থেকেই ছিল খেলার সময় বৃষ্টির সম্ভাবনার কথা। বৃষ্টি শুরু হলে স্থায়িত্ব হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। সেজন্য রিজার্ভ ডে রেখেছে আয়োজক বিসিসিআই।
এর আগে, কোয়ালিফায়ার-২’তে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।
বিজ্ঞাপন