চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইপিএল ফাইনাল: খেলা না হলে ‘ঠিক হয়ে আছে’ চ্যাম্পিয়নের নাম

সোমবার রিজার্ভ ডে’তেও বৃষ্টির সম্ভাবনা

রোববার আইপিএলের ১৬তম আসরের ফাইনালে হানা দিয়েছিল বৃষ্টি। স্থগিত হওয়া ম্যাচে টস’টাও হতে পারেনি। শিরোপা নির্ধারনী ম্যাচে রিজার্ভ ডে থাকায় সোমবার হবে খেলা। অবশ্য চিন্তার কারণও আছে! রিজার্ভ ডে রৌদ্রোজ্জ্বল হলেও বিকেলের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে ম্যাচের ভাগ্যে কি ঘটতে চলেছে? ইতিমধ্যে ঠিক হয়ে আছে সেটিও। সোজা কথায়, খেলা না হলে ঠিক করা আছে চ্যাম্পিয়নের নাম।

ফাইনাল মহারণে প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে স্থগিত থাকা শিরোপা নির্ধারনী ম্যাচটি।

আহমেদাবাদে সোমবার সকাল থেকে রোদ ঝলমলে একটি দিন। তবে আবহাওয়ার পূর্ভাভাস বলছে, সন্ধ্যা থেকে আবারও শুরু হতে পারে বৃষ্টি। অবশ্য রোববারের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিয়ম অনুযায়ী বৃষ্টিতে খেলা বাধাগ্রস্ত হলে বা দেরিতে শুরু হলে ওভার কমিয়ে ছোট করা হবে ম্যাচের দৈর্ঘ্য। মাঠে শিরোপাজয়ী দল নির্বাচন করতে দুদলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হবে।

যদি মাঠে বল না গড়ায়, তাহলে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হবে পয়েন্ট টেবিলে উপর ভিত্তি করে। সে অনুযায়ী লিগপর্বের খেলা শেষে দুই ফাইনালিস্টের মধ্যে পয়েন্ট টেবিলের যে দলটি এগিয়ে ছিল, তারা হবে চ্যাম্পিয়ন। লিগপর্বে ১৪ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট এবং ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। খেলা না হলে তাই গুজরাট জিতবে টানা দ্বিতীয় শিরোপা।

রোববার ধোনি ও হার্দিকের দ্বৈরথ ঘিরে জমকালো আয়োজন ছিল। দারুণ শুরু হয় সমাপনী পর্বের। তার মাঝে হানা দেয় বৃষ্টি। তীব্রতা এতটাই ছিল যে, শেষ পর্যন্ত স্থগিত হয় খেলা। একটি বল তো দূরের কথা, টসটাও হতে দেয়নি বেরসিক বৃষ্টি।

সবের আগে, কোয়ালিফায়ার-২’তে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

এখন পর্যন্ত চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চারবার। এরমধ্যে তিন দেখায় ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট, সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট। আর চেন্নাই চারটিতে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট। পরে প্রথম কোয়ালিফায়ারে পান্ডিয়াদের ১৫ রানে হারায় ধোনির চেন্নাই।