এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল দিয়েছে আর্জেন্টিনা। দেশটির স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে খেলাটি আয়োজিত হতে চলেছে। ইন্টার মিয়ামির লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলকে নিয়ে ২৪ সদস্যের দল আর্জেন্টিনার। নেই অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
নেই আর্জেন্টিনার লিগের কোন ফুটবলার। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে বন্ধ হচ্ছে না দেশটির প্রিমেরা ডিভিশনের খেলা। ১৪ নভেম্বর মাঠে নামবে আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলা।
দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়ে বলেছেন, ‘যারা টুর্নামেন্টে আর্জেন্টিনার ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে তাদের যেন ডাকা না হয়, তা নিশ্চিত করতে কোচ স্কালোনিকে অবগত করেছি।’
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লৌতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রিস্টিস্টিয়ান্নি, জোয়াকিন পানিচেল্লি।








