মাস চারেক পর শুরু হতে চলেছেন ইউরোপীয় দলগুলো নিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসর। ফুটবলের অন্যতম বড় এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিলেও চোটের কারণে নেই বিশ্বকাপজয়ী চার ফুটবলার।
লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকা খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান তরুণ খেলোয়াড়দেরও দলে রেখেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। এই দলে অনূর্ধ্ব-২০ বর্ষী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন চারজন। তারা হলেন ভ্যালেন্টিন বার্কো, ফ্যাকুন্ডো বুওনানোতে, ভ্যালেন্টিন কার্বোনি এবং আলেকজান্ডার গার্নাচো।
দলে নেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো চার ফুটবলার। হাঁটুর চোটে দলে নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। বিশ্ব আসরে পেনাল্টি থেকে গোল করা গঞ্জালো মন্টিয়েলকে রাখা হয়নি দলে। এছাড়া নিতম্বের চোটে মার্কোস অ্যাকুনা এবং গত ডিসেম্বর থেকে গোড়ালির চোটে মাঠের বাইরে আছেন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ। তবে প্রথমবার ডাক পেয়েছেন ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো।
আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: হের্মান পেজ্জেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, ভ্যালেন্টিন বার্কো ও নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: ইজিকুয়েল পালাসিও, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেজ।
ফরোয়ার্ড: আলেকজান্ডার গার্নাচো, ফ্যাকুন্ডো বুওনানোতে, ভ্যালেন্টিন কার্বোনি, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, পাওলো দিবালা।








