চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

টাঙ্গাইলে বিজয় মিছিলে চলন্ত বাসের ধাক্কায় আহত ১০, গাড়ি ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল করার সময় চলন্ত বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিনিময় পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে উত্তেজিত জনগণ।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার ধুনাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ডে সদস্য পদে মোড়গ প্রতীক চান মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়। তার সমর্থকরা বিজয় মিছিল বের করে এলেঙ্গা-ময়মনসিংহ সড়ক দিয়ে যাচ্ছিলেন। মিছিলটি ধুনাইল এলাকায় পৌছলে পেছন থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এতে মধ্যে পাঁচ জনের অবস্থার অবনতি হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে উত্তেজিত জনতা বিনিময় পরিবহনের বাসটি ভাংচুর করে। এ ঘটনার পর উভয় দিকে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজনেটর সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যানজট স্বাভাবিক হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।