ভারতে গুজরাটের দ্বারকায় দেশটির দীর্ঘতম ক্যাবল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে মোদি ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘের সেতুটি উদ্বোধন করেন। ৯৭৯ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে তারের এই সেতু। এটি পুরনো এবং নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে।
সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেছিলেন, এই সেতু পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে। ভেট দ্বারকা গুজরাটের ওখা বন্দরের নিকটবর্তী একটি দ্বীপ। সেতুটি দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তৈরি করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ‘সুদর্শন’ শব্দটি থেকে সেতুটির নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’। সেতুটির ফুটপাতটি ভগবদ গীতার শ্লোক ও শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে।
২০১৭ সালের অক্টোবরে ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৪ লেনের এই সেতু ২৭ দশমিক ২০ মিটার চওড়া। সেতুটির প্রতি পাশে ২ দশমিক ৫০ মিটার চওড়া ফুটপাত রয়েছে।







