ভারতের বৃহত্তম সংবাদ সংস্থাগুলো তাদের কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক স্টার্টআপ ওপেনএআই এর বিরুদ্ধে একটি মামলায় করছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মামলা করা সংবাদ সংস্থাগুলোর মধ্যে রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়া টুডে গ্রুপ, ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন এনডিটিভিসহ আরও অনেক মিডিয়া সংস্থা।
ওপেনএআই তাদের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে বিবিসিকে বলে, ওপেনএআই সর্বজনীন ডেটা ব্যবহার করে, যা সবার জন্য উন্মুক্ত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কম খরচের ভারতে এআই ইকোসিস্টেম তৈরির জন্য আলোচনা করেছেন।
তিনি বলেছিলেন, ভারতের সারাবিশ্বের মধ্যে এআই বিপ্লবের অন্যতম নেতা হওয়া উচিত। সাধারণভাবে এআই এবং বিশেষ করে ওপেনএআইয়ের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার।
ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) গত নভেম্বর মাসে ওপেনএআই-এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভারতে প্রথম মামলা।
এএনআই চ্যাটজিপিটি-কে তাদের কপিরাইটযুক্ত উপাদান অবৈধভাবে ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে মামলা করে। তবে ওপেনএআই এই অভিযোগ অস্বীকার করে পাল্টা ২০ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ দাবি করে।
ভারতীয় আইন সংস্থা আনন্দ এবং আনন্দের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ আইনজীবী বিভাব মিথাল বলেন, যেকোনো আদালতের একটি সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য মামলাগুলোর জন্য কিছু প্ররোচনামূলক মূল্যও রাখবে। এএনআই-এর দায়ের করা মামলার রায় এই এআই মডেলগুলো ভবিষ্যতে কীভাবে কাজ করবে তা নির্ধারণ করতে পারে।
তিনি আরও বলেছিলেন, যদি ওপেনএআই-এর পক্ষে রায় ঘোষণা হয় তবে এআই মডেলগুলোকে প্রশিক্ষণের জন্য কপিরাইটযুক্ত ডেটা ব্যবহার করার দিকে পরিচালিত করবে।







