‘মনের ভেতর একটা লক্ষ্য স্থির করতে পারি। কিন্তু এটা কাউকে জানাতে চাই না। তারা সকলেই সহজাত খেলোয়াড়। চাই যে তারা স্কোর নিয়ে চিন্তা না করেই খেলুক। আমরা জানি, যখন কন্ডিশনটা ভালোভাবে বুঝতে পারব, তখন ভালো স্কোর হবে এবং সেটাই হয়েছে। বোলাররা দুর্দান্ত ছিল।’
ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা দেয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা নির্ভার খেলা নিয়ে এভাবে বলেছেন ম্যাচ শেষে। আইসিসির বৈশ্বিক ইভেন্টে ১১ বছরের ট্রফি খরা ভাঙার চেষ্টায় টিম ইন্ডিয়ার ফাইনাল প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।
জর্জটাউনে ম্যাচ শেষে রোহিত বলেন, ‘খেলা চলাকালীন এক পর্যায়ে আমরা অনুভব করছিলাম ১৪০-১৫০ রান ভালো স্কোর। তারপর মাঝখানে কিছু রান পেয়েছিলাম। আমি এবং সূর্যকুমার জুটি গড়েছিলাম এবং তারপর নিজেরা বলাবলি করছিলাম, ঠিক আছে আরও ২৫ রান করা যায়।’
একপেশে ম্যাচে টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দেখা মেলেনি লড়াইয়ের। ভারতের সামনে অসহায় আত্মসমর্পণই করেছে ইংল্যান্ড। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে শেষ সিঁড়িতে পা দিয়েছে ভারত।
গায়ানার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রানের সংগহ গড়ে রোহিত শর্মার দল। জবাবে নেমে ১৬.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশবাহিনী।







