এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারত সফরে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের টেস্টেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে ভারত। দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ক্যারিবীয়দের। শুভমন গিল অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন।
দ্বিতীয় টেস্টে দিল্লিতে প্রথম ইনিংসে ৫১৮ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেছিল ভারত। জয়সওয়াল ১৭৫ ও গিল ১২৯ রান করেন। জবাবে প্রথম ইনিংসে ২৪৮ রানে সব উইকেট হারিয়ে ফলোঅনে পড়ে সফরকারীরা।
২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপের (১০৩) সেঞ্চুরিতে ৩৯০ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দেয় ১২১ রানে লক্ষ্য। ৩ উইকেট হারিয়ে পঞ্চম দিনের সকালে জয়ে পৌঁছে যায় গিলের ভারত।
৬৩ রানে ১ উইকেটে চতুর্থ দিন শেষ করেছিল ভারত। লোকেশ রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রানে শেষদিনের খেলা শুরু করেন। সুদর্শন ৩৯ রানে ফিরে গেলেও ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে আসেন লোকেশ। মাঝে গিল ১৩ করে সাজঘরে ফেরেন। ধ্রুব জুরেল অপরাজিত থাকেন ৬ রানে।
উইন্ডিজের হয়ে রোস্টন চেজ ২টি ও জোমেল ওয়ারিকেন এক উইকেট নেন।
ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কুলদীপ যাদব। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার হাতে উঠেছে রবীন্দ্র জাদেজার। ব্যাটে ১০৪ রানের পাশাপাশি তিনি তুলে নিয়েছেন ৮ উইকেট।






