এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে ছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিতের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক এগিয়ে থাকলেও দলের দায়িত্ব পাচ্ছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন এই ডানহাতি ব্যাটার।
গত কয়েক বছর রোহিতের সহকারী ছিলেন হার্দিক। বিশ্বকাপজয়ী অধিনায়কের অনুপস্থিতিতে এই ডানহাতি অলরাউন্ডার দায়িত্ব সামলেছেন বহুবার। সবমিলিয়ে ১৬টি টি-টুয়েন্টি ম্যাচে তিনি ভারতের অধিনায়কত্ব করেছেন। এছাড়া আইপিএলে তিন মৌসুম অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে তার।
তবে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় অধিনায়কত্ব পাওয়ায় পিছিয়ে পড়েছেন হার্দিক। এমনকি চোট ও প্রয়োজনীয় বিশ্রাম তাকে ভারতের জার্সিতে নিয়মিত হতে দেয়নি।
২০২২ সাল থেকে যে ৭৯টি টি-টুয়েন্টি খেলেছে ভারত, এর মধ্যে ৩৩টি ম্যাচ খেলতে পারেননি এই অলরাউন্ডার। যে কারণে আরেক তারকা ও নিয়মিত মুখ সূর্যকুমারের কাঁধেই নেতৃত্বের ভার দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। ভারতের গণমাধ্যম এমন জানালেও বিসিসিআই অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।
ভারতের জার্সিতে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষেও দুই ম্যাচের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে মুম্বাই রাজ্য দলের হয়েও অধিনায়কত্ব করেছেন তিনি।
নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে ভারত। ২৭ জুলাই থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ।








