আড়াই দিনেই শেষ হল ইডেন গার্ডেন্স টেস্ট। সিরিজের প্রথম টেস্টে সহজ লক্ষ্য তাড়া করতে পারেনি ভারত। সাউথ আফ্রিকার দেয়া ১২৪ লক্ষ্যে নেমে ৯৩ রানে গুটিয়ে ৩০ রানে হেরে গেছে দ্বিতীয় দিনে হাসপাতালে ভর্তি হওয়া শুভমন গিলে দল। ম্যাচে দুদল মিলে ফিফটি হয়েছে মাত্র একটি। দুদলেই ছিল ব্যাটিং ধস। দাপট ছিল বোলারদের। জয়ী অফস্পিনার ম্যাচসেরা সিমন হার্মের দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট, হারা দলের পেসার জাসপ্রীত বুমরাহ নিয়েছেন ৬ উইকেট। প্রথমদিনে দুদলের ১১ উইকেট পড়েছিল, দ্বিতীয় দিনে সেটি ছিল ১৬ উইকেট।
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা, ৫৫ ওভারে সব উইকেট হারিয়ে তারা প্রথম ইনিংসে থামে ১৫৯ রান। প্রথম ইনিংসে ৬২.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৯ রানে থেমেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে অতিথিরা শুরু করে ৩০ রান পিছিয়ে।
৫৪ ওভারে সব উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে থামে ১৫৩ রান। জিততে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৪ রান। জবাবে ৯৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল, চোটে পড়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি গিল।
প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে ৫৭ রান তুলেছিল সাউথ আফ্রিকা। এইডেন মার্কারাম ৩১ এবং রায়ান রিকেলটন করেন ২৩ রান। উইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি সমান ২৪ রান আনেন। বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। প্রথমদিনে গুটিয়ে যায় অতিথিরা।
ভারতের হয়ে জাসপ্রীত বুমরাহ নেন ৫ উইকেট। মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট। একটি উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল।
ব্যাটে নেমে যশ্বী জয়সওয়াল ১২, লোকেশ রাহুল করেন ৩৯ রান। ওয়াশিংটন সুন্দর ২৯, রিশভ পান্ট ২৭, রবীন্দ্র জাদেজা করেন ২৭ রান। দ্বিতীয় দিনে সব উইকেট হারায় ভারত। ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে যান গিল, পরে ছিটকে পড়েন পুরো ম্যাচ থেকেই।
প্রোটিয়াদের হয়ে সিমন হার্মের নেন ৪ উইকেট। মার্কো জানসেন নেন ৩ উইকেট। কেশভ মহারাজ এবং করবিন বোস নেন একটি করে উইকেট।
দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে নামে সাউথ আফ্রিকা। দিন শেষ করে ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে। রোববার তৃতীয় দিনে ১৫৩ রানে পৌঁছাতে পারে তারা। অধিনায়ক টেম্বা বাভুমা সর্বোচ্চ ৫৫ রানের ইনিংসটি খেলেন। করবিন বোস করেন ২৫ রান। তাতেই লড়াইয়ের পুঁজি মেলে।
জাদেজা নেন ৪ উইকেট, সিরাজ এবং যাদব নেন ২টি করে উইকেট। বুমরাহ এবং প্যাটেল নেন একটি করে উইকেট।
ছোট লক্ষ্যে নেমে ভারত রানের খাতা খোলার আগেই হারায় উইকেট। ১ রানে হারায় দ্বিতীয় উইকেট। অধিনায়ক গিল ছিলেন না, ভারত এমনিতেই ছিল ৯ উইকেটের। সুন্দর ৩১ ও প্যাটেল করেন ২৬ রান। জাদেজার ১৮ , ধ্রুব জুরেলের ১৩ রানে কিছুটা লড়াই ছিল। আর কেউ দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
ম্যাচসেরা সিমন হার্মের নেন ৪ উইকেট। জানসেন এবং মহারাজ নেন ২টি করে উইকেট। মার্করাম নেন একটি উইকেট।








