এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝপথে বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে সিদ্ধান্তটি নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে শিগগিরই, জানিয়েছে ইএসপিএন।
সিদ্ধান্তের পেছনে বৃহস্পতিবারের পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে বন্ধ হওয়ার বিষয়টি এসেছে। ধর্মশালার বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে খেলোয়াড়রা উড়োজাহাজে যেতে পারেননি। তাদের জন্য শুক্রবার সকালে আইপিএল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে।
ধর্মশালার বাতিল হওয়া ম্যাচসহ এবারের আইপিএলে ৫৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে। গ্রুপপর্বে আরও ১২ ম্যাচ বাকি আছে। লক্ষ্ণৌ-হায়দরাবাদ, দিল্লি-চেন্নাই ও বেঙ্গালুরুতে দুটি, আহমেদাবাদে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। প্লে-অফ খেলা হতো হায়দরাবাদ ও কলকাতায়।








