এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড কে হারিয়ে সেমিফাইনালের পথে আরেকটু এগোলো ভারতের মেয়েরা। উদ্বোধনী জুটিতে স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়ালের ২১২ রানের উপরে ভর করে পাহাড়সম সংগ্রহ গড়ে ভারত। এরপর বল হাতে দারুণ করে বৃষ্টি আইনে কিউইদের ৫৩ রানে হারায় হারমানপ্রীত কৌরের দল।
নাভি মুম্বাইয়ে টসে জিতে হারমানপ্রীত কৌরদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সোফি ডিভাইন। ৪৮ ওভারে যখন ভারতের ৩২৯ রান তখন আঘাত হানে বৃষ্টি, ১ ওভার কমিয়ে ম্যাচ আনা হয় ৪৯ ওভারে। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪০ রান করে ভারত। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার সময় আবারও শুরু হয় বৃষ্টি। ম্যাচ কমিয়ে আনা হয় ৪৪ ওভারে, কিউইদে লক্ষ্য দাঁড়ায় ৩২৫ রান। লক্ষ্য তাড়ায় নেমে ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে কিউইদের ইনিংস থামে ২৭১ রানে।
আগে ব্যাটে নামা ভারতের ২০২ বলে ২১২ রানের উদ্বোধনী জুটি থামে মান্ধানা আউট হলে। ১০ চার ও ৪ ছক্কায় ৯৫ বলে ১০৯ রান করেন তিনি। প্রতিকা ১৩ চার ও ২ ছক্কায় ১৩৪ বলে করেন ১২২ রান। এছাড়া জেমিমাহ রদ্রিগেজ করেন ৫৫ বলে ৭৬ রান।
কিউইদের হয়ে রোজমেরি মাইর, আমেলিয়া কের এবং সুজিয়ে বেটস নেন ১টি করে উইকেট।
রানতাড়ায় নেমে নিউজিল্যান্ডের হয়ে জর্জিয়া প্লিমার ২৫ বলে করেন ৩০ রান। আমেলিয়া কের ৫৩ বলে ৪৫ রান করেন। ব্রুক হ্যালিডে ৯ চার ও ১ ছক্কায় ৮৪ বলে করেন ৮১ রান। ইসাবেলা গেজ ১০ চারে ৫১ বলে করেন অপরাজিত ৬৫ রান।
ভারতের হয়ে রেনুকা সিং ও ক্রান্তি গৌড় ২টি করে উইকেট নেন। স্নেহ রানা, শ্রী চারানি, দিপ্তী শর্মা এবং প্রতিকা নেন ১টি করে উইকেট।







