এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তিনদিনের ‘গোট ইন্ডিয়া ট্যুরে’ ভারতে এসেছিলেন লিওনেল মেসি। বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের সফরসঙ্গী ছিলেন উরুগুয়ে তারকা উইঙ্গার লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডে পল। ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার পর আটক করা হয় অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে। তিনি পুলিশের জেরায় জানিয়েছেন, মেসি ভারত সফরে এসে কত টাকা পেয়েছেন।
আটক থাকা শতদ্রু স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে জানিয়েছেন, ‘মেসি ভারত সফরে মোট ৮৯ কোটি রুপি পেয়েছেন। এ সফর থেকে ভারত সরকার ১১ কোটি রুপি কর পেয়েছে।’
পিটিআইয়ের প্রতিবেদন, মেসির সফরের জন্য মোট ১০০ কোটি রুপি খরচ ধরা হয়েছিল। যার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানগুলো দিয়েছে ৩০ শতাংশ এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ সংগ্রহ করা হয়েছে।
এসআইটি’র বরাতে পিটিআই জানিয়েছে, ‘গ্রেপ্তারকৃত অভিযুক্তরা দাবি করেছেন, মেসি একবার স্টেডিয়ামে পৌঁছানোর পর সমস্ত অনুষ্ঠান বিঘ্ন হয়ে যায়। পরে শতদ্রু দত্তরা আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।’








