আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে দারুণ এক রেকর্ড গড়েছে ভারতের মেয়েরা। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে এশিয়ার প্রথম দল হিসেবে ওয়ানডেতে চারশ’র বেশি রান করেছে স্মৃতি মান্দানার দল। আয়ারল্যান্ডকে জয়ের লক্ষ্য দিয়েছে ৪৩৬ রান।
এদিন ৫ উইকেট হারিয়ে ভারতের মেয়েরা করেছে ৪৩৫ রান, যা ওয়ানডেতে দলটির সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ৫ উইকেটে ৩৭০ রান। সবমিলিয়ে মেয়েদের ওয়ানডেতে এটি চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।
টসে হারা আয়ারল্যান্ডকে বলে পাঠিয়ে ৭০ বলে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক মান্দানা। ভারতের দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন। ভেঙেছেন নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌরের ৮৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড। তার ৮০ বলে ১৩৫ রানের ইনিংসে ১২ চার এবং ৭ ছক্কা ছিল।
মান্দানার সঙ্গী প্রতীকা রাওয়াল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০০ বলে সেঞ্চুরির পর ১২৯ বলে ১৫৪ করে আউট হন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহে তার আগে আছেন দুজন ভারতীয়, দীপ্তি শর্মা ১৮৮ এবং হারমানপ্রিত কৌর অপরাজিত ১৭১ রানে।
মান্দানা এবং প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটিতে আসে ২৩৩ রান, যা ওয়ানডের ওপেনিংয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ। ১৩তম ওভারে ভারতের দলীয় শতরান আসে, এ দুই ব্যাটারের থেকে যা ষষ্ঠ ইনিংসের মধ্যে চতুর্থবার শতরানের উদ্বোধনী জুটি।
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেছে ভারত। ফিফটি করেছেন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।








