গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফস্পিনার এবার আইপিএল থেকেও অবসরের কথা জানালেন। ভারতের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতেই আইপিএল ছাড়ছেন ৩৮ বর্ষী অশ্বিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এমনই ইঙ্গিত।
বুধবার সফল ক্যারিয়ারের তারকা অফস্পিনার লিখেছেন, ‘বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। তারা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে।’
‘এতবছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামীদিনে যা সামনে আসতে চলেছে, সেটা উপভোগের জন্য অপেক্ষা করছি।’
অশ্বিন সবশেষ আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গত মৌসুমে তাকে ৯ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছিল চেন্নাই। টুর্নামেন্টে ৯ ম্যাচ নেন ৭ উইকেট। কয়েকদিন আগে তার চেন্নাই ছাড়ার বিষয়টি আলোচনায় আসে। এবার আইপিএলই ছেড়ে দিলেন। কারণ ভারতীয় ক্রিকেটাররা নিজ দেশের লিগের বাইরে অন্যকোন ফ্র্যাঞ্জাইজি লিগে খেলার অনুতি পান না।
আইপিএলে ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।








