এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে আড়াইশো রানের কাছাকাছি সংগ্রহ গড়েছিল ভারত। এরপর বল হাতে সফরকারী ব্যাটারদের ক্রিজে থিতু হতে দেননি ভারতীয় বোলাররা। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৫০ রানে হারিয়েছে ভারত। পাশাপাশি আগেই নিশ্চিত করা সিরিজে ব্যবধান বাড়াল সূর্যকুমার যাদবের দল। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারাল বিশ্ব চ্যাম্পিয়নরা।
টি-টুয়েন্টিতে প্রথমবার একশ রানের বেশি ব্যবধানে হারল ইংল্যান্ড। এর আগে সর্বোচ্চ ৯০ রানে হেরেছিল তারা। ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে কলম্বোয় ভারতের বিপক্ষে এবং ২০২২ সালে সাউদাটম্পনে সাউথ আফ্রিকার বিপক্ষে।
এই সংস্করণে রানের দিক দিয়ে ভারতের দ্বিতীয় বড় জয় এটি। সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডটি নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে কিউইদের ১৬৮ রানে হারায় ভারত।
ওয়াংখেড়েতে টসে জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৭ রান করে ভারত। জবাবে নেমে ১০.৩ ওভারে ৯৭ রানে থামে ইংলিশদের ইনিংস।
পাহাড়সম রান তাড়ায় নেমে ইংলিশরা দাঁড়াতেই পারেনি। ব্যাটিং ব্যর্থতার মাঝে কেবল ফিল সল্ট ভালো করেছেন। ইংলিশ এই ওপেনার ৭টি চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৫৫ রান করেন। বাকিদের কেউই ১০ এর বেশি রান করতে পারেননি। একমাত্র জ্যাকব বেথেল ৭ বলে ১০ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন অভিষেক শর্মা, শিভম দুবে ও বরুণ চক্রবর্তী।
এর আগে ইংলিশ বোলারদের তুলোধুনো করেছেন অভিষেক শর্মা। রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ১০টি ছক্কা ও পাঁচটি চারে ৩৭ বলে সেঞ্চুরি করেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। এর আগে ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেকের সেঞ্চুরি অষ্টম দ্রুততম। শীর্ষে শাহিল চৌহান, গত বছর জুনে এস্তোনিয়ার এই ব্যাটার সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
৭ চার ও ১৩ ছক্কায় ৫৪ বলে ১৩৫ রানে থামে অভিষেকের ইনিংস। এখানেই রেকর্ড অভিষেকের। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। এর আগে রোহিত শর্মা, সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ১০টি করে ছক্কা হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও শাহিল চৌহানের। দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসে ১৮ ছক্কা হাঁকান।
অভিষেকের তাণ্ডব চালানো ইনিংসের পাশাপাশি শিভম দুবে ১৩ বলে ৩০ রান এবং তিলক ভার্মা ১৫ বলে ২৪ রান করেন।
ইংলিশদের হয়ে ব্রাইডন কার্স তিনটি এবং মার্ক উড দুটি উইকেট নেন।








