এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নির্ধারণ হয়ে গেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। ২০১৭ সালের মতো এবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-সাউথ আফ্রিকা। এক ম্যাচ হাতে রেখেই ভারত এবং ইংল্যান্ড সেমিতে জায়গা করে নিয়েছে।
২৯ অক্টোবর বুধবার ভারতের গৌহাটিতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার নাভি মুম্বাইতে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নামবে স্বাগতিক ভারতের বিপক্ষে।
আবহাওয়ার বার্তা বলছে, গৌহাটিতে প্রথম সেমিফাইনালের দিন টসের সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাভি মুম্বাইতেও আবহাওয়া মেঘলা থাকতে পারে, সন্ধ্যায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে এবং তার পরে কিছুক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার দিক বিবেচনায় রেখে ২ নভেম্বর নাভি মুম্বাইতে অনুষ্ঠিত ফাইনাল এবং এর আগে সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
আইসিসি জানিয়েছে, যদি কোন সেমিফাইনালে ফলাফল না আসে, তাহলে পয়েন্ট টেবিলে উপরে থাকা দল ফাইনালে উঠবে। যদি ফাইনালে ফলাফল না পাওয়া যায়, তাহলে ট্রফি ভাগাভাগি করা হবে।
অজিরা সাতটি ম্যাচে ছয়টি জয় ও একটি ম্যাচের কোন ফলাফল না নিয়ে অপরাজিত থেকে সেমির টিকিট কেটেছে। এ বিশ্বকাপে কোনও পরাজয় না পাওয়া একমাত্র দল অস্ট্রেলিয়া। এদিকে, সাউথ আফ্রিকা পাঁচটি জয় এবং দুটি পরাজয় নিয়ে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ছয়টি ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান তৃতীয়। তাদের পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ইংলিশরা। ভারত ছয়টি ম্যাচে তিনটিজয় ও তিনটি হার নিয়ে চতুর্থ স্থানে আছে।
রোববার আসরের গ্রুপপর্বের ম্যাচে সকাল সাড়ে ১১টায় ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এবং শেষ ম্যাচে বেলা সাড়ে ৩টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।








