এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে ভারত। তৃতীয় ও শেষ ওয়ানডেতে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সফরকারী দলটি। রোহিত শর্মার ৩৩তম ওয়ানডে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে শুভমন গিলের দল।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। জবাবে নেমে ৩৮.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন রোহিত শর্মা ও শুভমন গিল। ১০.২ ওভারে গিল ফিরলে জুটি ভাঙে। ২৬ বলে ২৪ রান করেন ভারত অধিনায়ক। এরপর বিরাট কোহলিকে নিয়ে ১৭০ বলে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন রোহিত। ৩ ছক্কা ও ১৩ চারে ১২৫ বলে ১২১ রান রোহিত। প্রথম দুই ওয়ানডেতে খালি হাতে ফেরা কোহলি ৮১ বলে ৭৪ রান করেছেন, ছিল ৭টি চারের মার।
অজিদের হয়ে একমাত্র উইকেটটি নেন জশ হ্যাজেলউড।
এর আগে ব্যাটে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাট রেনশো। মিচেল মার্শ করেন ৪১ রান। এছাড়া ম্যাথেউ শর্ট ৩০ রান এবং ট্রাভিস হেড ২৯ রান করেন।
ভারত বোলারদের মধ্যে হর্ষিত রানা ৪ উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ২ উইকেট নেন।








