এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অস্ট্রেলিয়ায় তিন ওয়ানডে ও পাঁচ টি-টুয়েন্টির সিরিজ খেলতে গেছে ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে সফরকারীদের অতি সহজে হারিয়েছে অজিরা। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক মিচেল মার্শ।
পার্থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে শুভমন গিলের দল। বৃষ্টিতে ওভার কমে যায়, ম্যাচ নেমে আসে ২৬ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারী দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২৯ বল হাতে রেখে বৃষ্টি আইনে সহজে জয় তোলে অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অক্ষর প্যাটেল। নিতীশ কুমার রেড্ডির থেকে এসেছে ১৯ রান। জশ হ্যাজেলউড, মাইকেল ওয়েন ও ম্যাথু কুহনেম্যান ২টি করে উইকেট নেন।
জবাবে ৪৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মার্শ। জশ ফিলিপসের থেকে আসে ৩৭ রান। ২১ রানে অপরাজিত থাকেন ম্যাথু রেনশো। ভারতের আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।








