চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শামির ফাইফার, অস্ট্রেলিয়াকে হারাল ভারত

KSRM

ঘরের অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বল হাতে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ শামি। ডানহাতি পেসারের দুর্দান্ত ফাইফারের পর ব্যাটারদের দৃঢ়তায়  জয় পেয়েছে ভারত। জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকল স্বাগতিক দল। 

পাঞ্জাবের মোহালিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠায় ভারত। ব্যাটে নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে সফরকারী দল। জবাবে নেমে ৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

অজিদের ২৭৬ রানের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ডেভিড ওয়ার্নার। ৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ওপেনার। এছাড়া স্টিভেন স্মিথ ৬০ বলে ৪১, মার্নাস লাবুশেন ৪৯ বলে ৩৯ ও জশ ইংলিশ ৪৫ বলে ৪৫ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

ভারতীয় বোলারদের মধ্য়ে মোহাম্মদ শামি ১০ ওভার বল করে ৫১ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

জবাবে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় দুর্দান্ত শুরু পায় ভারত। ঋতুরাজ গাইকওয়াদ ৭৭ বলে ৭৪ রান ও শুভমন গিল করেছেন ৬৩ বলে ৭৪ রান। এরপর সূর্যকুমার যাদবের ৪৯ বলে ৫০ রান ও অধিনায়ক লোকেশ রাহুলের ৬৩ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে ভারত।

অজিদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন এডাম জাম্পা।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View