চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফাইনালের মাঝপথে খেলা দেখা বন্ধ করেছেন ধোনি

বিশ্বকাপে আসরজুড়ে অসাধারণ পারফর্ম করা ভারত শেষে এসে ডুবেছে। ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছে। ম্যাচে ধুঁকতে থাকা রোহিতের দলের গতি দেখে মাঝপথেই খেলা দেখা বন্ধ করেছিলেন বিশ্বজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির জীবনসঙ্গী সাক্ষী ধোনির জন্মদিন ছিল রোববার। উত্তরাখণ্ডের একটি হোটেলে জন্মদিন উদযাপনের সময় ভারতের সফলতম অধিনায়ক আশা করেছিলেন, বর্তমান দল দেশের মানুষের জন্য দুর্দান্ত একটি জয় উপহার দেবে।

ম্যাচ শুরুর পর ঠাণ্ডা মেজাজের ধোনি নিজেকে শান্ত রাখতে পারেননি। দলের আগের পারফরম্যান্স এবং ফাইনালের পারফরম্যান্স দেখে হতাশ হয়ে পড়েন, এক সময় টেলিভিশনের সামনে থেকে উঠে যান।

আহমেদাবাদে রোহিত শর্মার দল অলআউট হয়েছিল ২৪০ রানে। জবাবে ৭ ওভার হাতে রেখে ৬ উইকেটের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View