চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে ভারত-আফগানিস্তানও

KSRM

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। এই ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানসহ ভারত এবং আফগানিস্তানেও। রোববারের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ।

Bkash July

এনডিটিভি জানিয়েছে, ভারতের স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এছাড়া চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও অনুভূত হয়েছে কম্পন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, রোববার সকালে আফগানিস্তানের ফয়জাবাদের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View