প্রতি বছরের মতো এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে চ্যানেল আই।
২৫ মার্চ সকাল সাড়ে ১১টায় রয়েছে হাসান আবিদুর রেজা জুয়েল এবং ওয়াহিদুর রহমান ছোটনের পরিচালনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের শব্দ সৈনিকদের নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘শব্দের যুদ্ধযাত্রা’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ২৫ ও ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’র বিশেষ আয়োজনে থাকছে দেশের গান।
২৬ মার্চ রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় থাকছে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। যেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রের গুণী চার পরিচালক। দুপুর ১টা ০৫ মিনিটে চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবি ‘হাঙর নদী গ্রেনেড’।

রাত ৭টা ৫০ মিনিটে ফরিদুর রেজা সাগর-এর গল্প ভাবনা নিয়ে অরুণ চৌধুরীর পরিচালনায় আবুল হায়াত ও দিলারা জামান অভিনীত মহান স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘শেষ থেকে শুরু’।
এছাড়াও রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে শহীদুল আলম সাচ্চু’র পরিচালনায় সুবর্ণা মুস্তাফা’র আবৃত্তি ও শিল্পী সামিনা চৌধুরী’র সংগীত পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান ‘আকাশ ভরা সূর্য তার’।
রাত সাড়ে ১১টায় দেখবেন মুকিত মজুমদার বাবু’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মহান স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘ইকোসাইড ১৯৭১’।