চৌধুরী ফরিয়াদ : হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স পার্কিং স্ট্যান্ড ব্যবস্থাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার ভোর থেকে পরিবহন শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার রাত হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতি সমন্বয় পরিষদের যৌথ সভায় এ ধর্মঘট আহ্বান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কোন সড়কেই শ্রমিক ইউনিয়নের আওতাধীন পরিবহন চলাচল করবে না।
সভা শেষে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী সাংবাদিকদের জানান, হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা, পুলিশি নির্যাতন বন্ধ, হাসপাতাল থেকে দালাল উচ্ছেদ, হবিগঞ্জ সদর হাসপাতাল পরিচালনা কমিটি ও হবিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটিতে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি অন্তর্ভুক্ত করনসহ ৯টি দাবি না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে।