চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাভারে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি রপ্তানীমুখী তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এঘটনায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ‘ফ্যাশান ফোরাম লিমিটেড’ গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, গতকাল ওই কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। পরে মালিকপক্ষ কোন কিছু না বলেই আজ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মুল ফটকের সামনে নোটিশ টাঙিয়ে দেন।

পরে শ্রমিক ও কর্মকর্তারা সকালে কারখানায় প্রবেশ করতে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা প্রদান করেন।

এসময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।