চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তেলের দাম বৃদ্ধিতে ৯০’র গণ অভ্যুত্থানের সাবেক ছাত্র নেতৃবৃন্দের উদ্বেগ

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৯০’র গণ অভ্যুত্থানের সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানায়, ‘‘এমনিতেই ডলারের দাম বৃদ্ধি, টাকার মান কমে যাওয়া ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এই অবস্থায় হঠাৎ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। সেই সাথে জনগনের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে চলে যাবে।’’

৯০’র সাবেক ছাত্র নেতৃবৃন্দ দেশকে ক্রমান্বয়ে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিবৃতিতে সাক্ষর করেন নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, আখতার সোবহান মাসরুর,বজলুর রশিদ ফিরোজ, সিরাজ্জুমমুনীর, সুজাউদ্দীন জাফর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, মুখলেছউদ্দিন শাহীন, রেজাউল করিম শিল্পি, হারুন মাহমুদ, রাজু আহমেদ, কামাল হোসেন বাদল, বদরুল আলম, জায়েদ ইকবাল খান, সালেহ আহমেদ, ডাঃ সর্দার ফারুক নেতৃবৃন্দ।