সুলভ দামে মাংস-দুধ-ডিম বিক্রি কার্যক্রমের প্রথম দিনে সমন্বয়হীনতা

পবিত্র রমজান মাসে উচ্চমূল্যের বাজারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুলভ দামে মাংস-দুধ-ডিম বিক্রির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে প্রথম দিন এই কার্যক্রমে সমন্বয়হীনতা দেখা গেছে। রাজধানী ঘুরে দেখা গেছে, বেশ কিছু নির্ধারিত স্পটে সময়মতো পণ্যবাহী গাড়ি যায়নি। অনেক জায়গায় চাহিদার তুলনায় সরবরাহ কম ছিল। সামনের দিনগুলোতে এসব সমস্যা দূর করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।